মনে রাখবেন, তিন পাত্তি গোল্ড এর কোন নিয়ম ভঙ্গ করলে আপনার একাউনটি সাময়িক ভাবে অথবা স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

*যে সকল নিষিদ্ধ কাজ করার কারণে আপনার আইডি ব্যান বা জেল হতে পারে দেখে নিন*

তিন পাত্তি গোল্ড এর নীতিমালা

সে সকল কাজ করা যাবেনাঃ

  • কোন প্রকার থার্ট পার্টি সফটওয়ার (প্যারালাল সফটওয়ার) ব্যাবহার করা যাবেনা। স্ক্রিপ্টস বা বটস এর মাধ্যমে তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড ব্যাবহার করা যাবেনা।
  • ফ্রি চিপস পাওয়ার জন্য অপরিচিত কোন লিংক অথবা কেউ যদি এমন কোন লিংক শেয়ার করে সেসব লিংকে প্রবেশ করা যাবেনা। কারন এর মাধ্যমে আপনার আইডি ও চিপস হ্যাক হতে পারে।
  • খেলার মধ্যে কোন প্রকার খারাপ শব্দ ব্যাবহার করা যাবেনা, কোন খেলোয়াড় কে টার্গেট করে কটূক্তি অথবা বৈষম্যমূলক আচরন করা যাবেনা। তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড খেলার জন্য একাধিক আইডি তৈরি করে চিপস স্টক করে রাখলে সব গুল আইডি ব্যান করে দেওয়া হবে।
  • খেলার মধ্যে চিপস ট্র্যান্সফারের উদ্দ্যেশে ইচ্ছাকৃত ভাবে হেরে গেলে আপনার আইডি ট্রাক করা হবে এবং আপনার সব চিপস বাজেয়াপ্ত করা হবে এবং আপনার আইডি ব্যান হওয়ার ও সম্ভবনা থাকবে।
  • চিপস ট্র্যান্সফারের উদ্দ্যেশে উদ্দ্যেশে অন্য যেকোন কোন পন্থা অবলম্বন করলেও আপনার চিপস বাজেয়াপ্ত করা হবে এবং আপনার আইডি ব্যান হওয়ার ও সম্ভবনা থাকবে।
  • তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড/ মুনফ্রগ ল্যাবস প্রাইভেট লিমিটেড এবং মুনফ্রগ এর অনুমোদিত রিসেলার বাদে অন্য কারো কাছ থেকে চিপস কিনা যাবেনা।
  • একাধিক আইডি অথবা ফ্রেন্ডস দের সাথে একই টেবিলে খেলার মাধ্যমে অন্য কোন খেলোয়াড় কে লুট করা কে তিন পাত্তি গোল্ড কখনোই সমর্থন করেনা। এ ধরনের কাজ করার চেষ্টা করলে আপনার গতিবিধি নজরদারি করা হবে এবং আমাদের নজরে এমন কিছু পরলে বা সন্দেহ হলে আপনার সব চিপস বাজেয়াপ্ত করা হতে পারে, এবং তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড থেকে আপনাকে ব্যান করে দেওয়া হতে পারে।
  • আপনার ফেসবুকের পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করবেন না। তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড কোন পরিস্থিতিতেই আপনার পাসওয়ার্ড চাইবেনা।

চিপস ট্রান্সফার বা চিপস লেনদেনঃ

*নিচে উল্ল্যেখিত নিষিদ্ধ কোন কাজ করলে আপনার আইডি চিহ্নিত করে জেলে পাঠানোর হবে।*

  • চিপস ট্রান্সফারের উদ্দ্যেশে ইচ্ছাকৃত ভাবে কারো কাছে হেরে গেলে বা নিজের অন্য কোন আইডির সাথে হেরে গেল।
  • চিপস ট্র্যান্সফারের উদ্দ্যেশে অন্য যেকোন পন্থা অবলম্বন করলে।
  • তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড/ মুনফ্রগ ল্যাবস প্রাইভেট লিমিটেড এবং মুনফ্রগ এর অনুমোদিত রিসেলার বাদে অন্য কারো কাছ থেকে চিপস ক্রয় করলে।

যে কোন সময় চিপস,গুল্লাক, গোল্ড পাস কিনতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন

লুট করা বা জয়েন্ট টেবিলে খেলাঃ

একাধিক আইডি অথবা ফ্রেন্ডস দের সাথে একই টেবিলে খেলার মাধ্যমে অন্য কোন খেলোয়াড় কে লুট করা কে তিন পাত্তি গোল্ড কখনোই সমর্থন করেনা। এ ধরনের কাজ করার চেষ্টা করলে আপনার গতিবিধি নজরদারি করা হবে এবং আমাদের নজরে এমন কিছু পরলে বা সন্দেহ হলে আপনার সব চিপস বাজেয়াপ্ত করা হতে পারে, এবং তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড থেকে আপনাকে ব্যান করে দেওয়া হতে পারে।

একাধিক আইডি’র ব্যাবহারঃ

আমরা একজনের জন্য একটি আইডি তৈরি করা কেই সমর্থন করি। ফ্রি চিপস পাওয়ার জন্য একাধিক আইডি ব্যাবহার করা যাবেনা, এমন কোন কাজ নজরে আসলে আমরা এর যথাযত ব্যাবস্থা নিব। সে ক্ষেত্রে আপনার চিপস বাজেয়াপ্ত করা এবং আপনার আইডি স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

যে কোন সময় চিপস,গুল্লাক, গোল্ড পাস কিনতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন

চিপ ফার্মিং / স্ক্রিপ্টিং বা চিপস চাষ করা যাবেনাঃ

ফ্রি চিপস নেওয়ার জন্য কোন প্রকার স্ক্রিপ্ট এবং ম্যানুয়াল কোন পন্থা তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড এর নিময় ভঙ্গের শামিল। এ ধরনের কাজ আমরা কোন পরিস্থিতিতেই সমর্থন করিনা। এধরণের কোন কাজ করলে আপনার আইডি অথবা আইডি গুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।