সে সকল কাজ করা যাবেনাঃ
- কোন প্রকার থার্ট পার্টি সফটওয়ার (প্যারালাল সফটওয়ার) ব্যাবহার করা যাবেনা। স্ক্রিপ্টস বা বটস এর মাধ্যমে তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড ব্যাবহার করা যাবেনা।
- ফ্রি চিপস পাওয়ার জন্য অপরিচিত কোন লিংক অথবা কেউ যদি এমন কোন লিংক শেয়ার করে সেসব লিংকে প্রবেশ করা যাবেনা। কারন এর মাধ্যমে আপনার আইডি ও চিপস হ্যাক হতে পারে।
- খেলার মধ্যে কোন প্রকার খারাপ শব্দ ব্যাবহার করা যাবেনা, কোন খেলোয়াড় কে টার্গেট করে কটূক্তি অথবা বৈষম্যমূলক আচরন করা যাবেনা। তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড খেলার জন্য একাধিক আইডি তৈরি করে চিপস স্টক করে রাখলে সব গুল আইডি ব্যান করে দেওয়া হবে।
- খেলার মধ্যে চিপস ট্র্যান্সফারের উদ্দ্যেশে ইচ্ছাকৃত ভাবে হেরে গেলে আপনার আইডি ট্রাক করা হবে এবং আপনার সব চিপস বাজেয়াপ্ত করা হবে এবং আপনার আইডি ব্যান হওয়ার ও সম্ভবনা থাকবে।
- চিপস ট্র্যান্সফারের উদ্দ্যেশে উদ্দ্যেশে অন্য যেকোন কোন পন্থা অবলম্বন করলেও আপনার চিপস বাজেয়াপ্ত করা হবে এবং আপনার আইডি ব্যান হওয়ার ও সম্ভবনা থাকবে।
- তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড/ মুনফ্রগ ল্যাবস প্রাইভেট লিমিটেড এবং মুনফ্রগ এর অনুমোদিত রিসেলার বাদে অন্য কারো কাছ থেকে চিপস কিনা যাবেনা।
- একাধিক আইডি অথবা ফ্রেন্ডস দের সাথে একই টেবিলে খেলার মাধ্যমে অন্য কোন খেলোয়াড় কে লুট করা কে তিন পাত্তি গোল্ড কখনোই সমর্থন করেনা। এ ধরনের কাজ করার চেষ্টা করলে আপনার গতিবিধি নজরদারি করা হবে এবং আমাদের নজরে এমন কিছু পরলে বা সন্দেহ হলে আপনার সব চিপস বাজেয়াপ্ত করা হতে পারে, এবং তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড থেকে আপনাকে ব্যান করে দেওয়া হতে পারে।
- আপনার ফেসবুকের পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করবেন না। তিন পাত্তি গোল্ড/ রামি গোল্ড/ অথাবা পোকার গোল্ড কোন পরিস্থিতিতেই আপনার পাসওয়ার্ড চাইবেনা।