Authorised
App ব্যবহার বিধি: REFERENCE Reseller
-আপনার অ্যাপ কাওকে দিবেন না।
-ফেসবুক পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করবেন।
-ব্যাংক অপশনে পাসওয়ার্ড দিয়ে রাখবেন।
-অন্য কোন লেনদেন ওই বিকাশে করবেন না।
-সব সময় ইন্টারনেট অন রাখবেন।
-প্রতিদিন ১ বার মোবাইল টি অফ করে অন করবেন।
-মোবাইল কল ফরওয়ার্ড বা ড্রাইভারট করে রাখবেন।
-ফোনের সেটিংস থেকে অ্যাপটির SMS permission দিয়ে রাখবেন।
একাধিক মোবাইলে অ্যাপ টি ইন্সটল করতে পারবেন।
বিকাশ রেফারেন্স অটো অ্যাপ দিয়ে মিনি ব্যাংক বা আইডি চিপ উভয়ই বিক্রি করা যাবে।
- ৯৯.৯% আপটাইম।
- ১ সেকেন্ডের কম সময়ে চিপস যায়।
- একাধিক মোবাইলে ইন্সটল করে ব্যবহার করা যায়।
-SMS permission এর ঝামেলা নেই।
-Display এর লাইট অন রাখতে হয় না।
- ব্যাংক ও CR mBank চিপস বিক্রি করা যায় রেফারেন্স এর মাধ্যমে।
-আগে চার্জ/টাকা ঢুকাতে হয় না।
রেফারেন্স অপশনে বুলেট কোড / প্লেয়ার আইডি তে চিপস লেনদেন এর সেলার হতে আপনার যা যা লাগবে
* নতুন অ্যাপের জন্য এক সাথে তিন মাসের চার্জ দিতে হবে। এছাড়া অ্যাপের জন্য আলাদা কোন চার্জ নেই ।
* একটি SAMSUNG J2 2018 / J2 Pro / J4 / J4+ / J5 / S7 EDGE / Note 5/ S8 বা এক কথায় স্মার্টফোন মোবাইল থাকতে হবে(android ভার্সন 4.4 থেকে 10 পর্যন্ত)।
* রবি ও গ্রামীণ ফোন সিমে পার্সোনাল বিকাশ।
* সার্ভার খরচ দিতে হবে না।
* এছাড়াও অ্যাপ এর ভার্সন আপডেট করতে চাইলে আলাদা চার্জ প্রযোজ্য হবে,প্রতিবার আপডেটে আলাদা চার প্রযোজ্য।
-মাসেঃ 3000 CR - 500TK প্রতি মাস
-মাসেঃ 3001 CR+ - 700TK প্রতি মাস
--মাসেঃ 5000 CR+ - 800TK প্রতি মাস
৩ মাসের চার্জ এক সাথে দিতে হবে ।
-এক মুহূর্তেই চিপস ক্রেতার আইডি বা mBank এ চিপ যোগ হবে।
-আপনার নাম লিখা থাকবে নোটিফিকেশনে।
-আপনি নিজেই দেখতে পাবেন চিপস কোন আইডি কোন TxrID এর বিনিময়ে চিপস গেছে ও সময় দেখতে পাবেন।
মাসিক চার্জঃ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দিতে হবে।
এক কালীন প্রদান কৃত টাকা অফেরত যোগ্য।
আপনি এই অ্যাপ কারো কাছে হস্তান্তর করতে পারবেন না।
নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে অ্যাপ বন্ধ হবে ও পুনরায় সচল করতে চাইলে জরিমানা ১৫০ টাকা দিতে হবে।
নিরাপত্তা বা আইন অমান্যে আপনার অ্যাপ বন্ধ করা হবে।